বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় সাত সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে আলাদা দুই হামলায় অন্তত সাত সেনা নিহত হয়েছেন।

বিচ্ছিন্নতাবাদে জর্জরিত অঞ্চলটিতে সোম ও মঙ্গলবার এই সহিংসতার ঘটনা ঘটেছে। আল-জাজিরা ও ডনের খবরে এমন তথ্য জানা গেছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর(আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রদেশটির রাজধানী কোয়েটার পীর গায়েব এলাকায় সেনাদের গাড়িতে বোমা বিস্ফোণে ছয় সেনা নিহত হন। নিয়মিত টহলের দায়িত্ব পালন করতে তারা ক্যাম্প থেকে ফিরছিলেন।

নিহতরা হলেন, নায়েক সুবেদার ইহসান উল্লাহ খান, নায়েক জুবায়ের খান, নায়েক ইজাজ আহমেদ, নায়েক মৌলা বক্স, নায়েক নূর মোহাম্মদ ও আবদুল জব্বার।

এছাড়া সোমবার ইরান সীমান্তের মান্ড এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে আরও এক সেনা নিহত হয়েছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে অঞ্চলটিতে গত কয়েক সপ্তাহ ধরে বিচ্ছিন্নতাবাদের সহিংতা বাড়ছে।

চলতি মাসের শুরুতে একই ধরনের হামলায় ছয় সেনা নিহত হয়েছিল।

বেলুচ লিবারেশন আর্মি(বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেছিল। খনিজসমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় হলেও সবচেয়ে কম জনবহুল প্রদেশ।

সেখানকার অধিবাসীদের দাবি, তাদের প্রদেশে থেকে উত্তোলন করা খনিজ সম্পদের ন্যায্য হিস্যা তারা পাচ্ছেন না।