বেপরোয়া পুতিনকে যুক্তরাষ্ট্র ভয় পাবে না: বাইডেন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চার অধিকৃত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়ার পর সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পুতিনের বেপরোয়া হুমকিকে ভয় পাবে না যুক্তরাষ্ট্র।

পুতিন অধিকৃত চার অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ইঙ্গিতে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়ে রেখেছেন। পুতিন আরও বলেছেন, ওই চার অঞ্চল চিরদিনের জন্য রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে।

ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার দখলে নেওয়াকে এই যুদ্ধের সবচেয়ে ভয়ংকর বিষয় বলে আখ্যা দিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ।

এক ভাষণে রাশিয়ার নেতা খেরসন, ঝাপোরিঝঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ককে নিজেদের অঞ্চল বলে ঘোষণা দিয়েছিলেন।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তার বিশ্বাস হুমকি ধামকি দিলেও পুতিন নিশ্চিতভাবেই তাদেরকে ভয় দেখাতে আসবেন না। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এতে ভয় পাবে না।’ এসময় বাইডেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মিত্ররা জোটভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি মাটির নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে।’

বাইডেন আরও বলেছেন, ‘আমার মনে হয় প্রত্যেক ইঞ্চি বলতে আমি কী বোঝাতে চেয়েছি, পুতিন সে বিষয়ে ভুল বুঝবেন না।’

 

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন