বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট পদচ্যুত, ক্ষমতা নিল সেনাবাহিনী

বুরকিনা ফাসোর সেনাবাহিনী বলেছে, প্রেসিডেন্ট রোচ কাবোরেকে পদচ্যুত করে তারা ক্ষমতা দখল করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একজন সেনা কর্মকর্তা এ ঘোষণা দেন।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রোচ কাবোরে সে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং ইসলামপন্থিদের বিদ্রোহসহ যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটি, সেসব ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

কাবোরের বর্তমান অবস্থান যদিও স্পষ্ট নয়; তবে সেনা কর্মকর্তা বলেছেন যে, আটককৃতরা নিরাপদ স্থানে আছেন।

সেনাবাহিনী ব্যারাক দখল করার এবং রাজধানী ওয়াগাদুগুতে গুলির শব্দ শোনার একদিন পরেই অভ্যুত্থান ঘটল।

অবশ্য এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ক্ষমতাসীন পিপলস মুভমেন্ট ফর প্রগ্রেস (পিএমপি) পার্টি বলেছিল, কাবোরে এবং একজন মন্ত্রী উভয়ে হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন।

রবিবার বিদ্রোহী সৈন্যরা দাবি করেন, সামরিক প্রধানদের বরখাস্ত করতে হবে; ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদার সাথে সম্পর্কিত জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরও অর্থ দাবি করেন তারা।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কাবোরে জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং নিরাপত্তা সংকটকে কার্যকরভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন; যা আমাদের জাতির ভিত্তির জন্য হুমকিস্বরূপ।

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস অভ্যুত্থানের নিন্দা করেছেন এবং কাবোরের ‘সুরক্ষা এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করতে’ সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ