‘বুমরাহ এখনো বিশ্বকাপ থেকে ছিটকে পড়েনি’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। ইঞ্জুরিতে পড়েছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ। ইঞ্জুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। এমনকি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

তবে চোটে পড়া যশপ্রীত বুমরাহকে নিয়ে এখনো হাল ছাড়ছেন না ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তার ভাষায়, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহ’র খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহকে পাওয়া যাচ্ছে না, ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে এর আগে এমন খবর জানিয়েছিলেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। এই চোট নিয়ে ‘ছয় মাস’ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ভারতের এই পেসারকে।

তবে বোর্ড সভাপতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখনো বুমরাহ বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। দেখা যাক কী হয়। আগামী দুই তিনদিনে বোঝা যাবে ও অস্ট্রেলিয়া যাচ্ছে কি না। এখনই ওকে হিসেবের বাইরে রাখা হচ্ছে না।

 

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন