সিল্কসিটিনিউজ ডেস্ক:
অর্থ পাচারের মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করবে বিএনপি।
বুধবার দেশব্যাপী সকল মহানগর এবং সকল উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হবে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বৃহস্পতিবার তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
বিএনপি এই রায়ের প্রতিক্রিয়ায় বলেছে, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র হিসেবে এই রায় হয়েছে।’
২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করে দুদক। ২০১১ সালের ৮ আগস্ট এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মামলা মাথায় নিয়ে ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ আরো দুর্নীতি, রাষ্ট্র্রদ্রোহ ও মানহানির অভিযোগে কয়েক ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে।
সূত্র: রাইজিংবিডি