বীরাঙ্গনা বেশে নূপুর!

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বীরাঙ্গনা হয়ে আসছেন অভিনেত্রী নূপুর। আগামী ২৪-২৫ আগস্ট শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’। এই চলচ্চিত্রে বীরাঙ্গনা চরিত্রে দেখা যাবে নূপুরকে। এদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘চিত্রশালা’ অডিটরিয়ামে।

প্রদর্শনীটির আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন নূপুর হোসেন। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই ছবিটিতে বাপ্পা মজুমদারের সুরে একটি গানও রয়েছে। যেটি তিনি নিজে ও মধুমিতা গেয়েছেন। ছবিটির কাহিনি লিখেছেন মোস্তফা কামাল পাশা ও পরিচালনা করেছেন শায়লা রহমান তিথি।

নূপর বলেন, ‘অভিনয় করার মতো একটি চরিত্র পেয়েছি। যার ফলে এটা আগ্রহসহকারে কাজ করেছি। অনেকেই ভাবেন, অফট্র্যাকের ছবিতে কাজ করলে বোধ হয় ফ্যান্টাসি মুভিতে নেওয়া যাবে না। এই ধারণাটা ভেঙে ফেলা উচিত। এই ছবিতে গল্পটাই নায়ক। গল্পটাই নায়িকা। দর্শকরা এখন তাদের অভিমত জানাবেন কেমন হয়েছে। ’

এই ছবিতে গোলাম ফরিদা ছন্দা, মোমেনা হোসাইন, মুজাহিদ, পিয়াল, কাকনসহ অনেকেই অভিনয় করেছেন।

সূত্র: কালের কণ্ঠ