বিয়ের আসর থেকে পালালেন বর-কনেপক্ষ!

সিল্কসিটি নিউজ ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জে মহিলা অধিদপ্তরের হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড হয়েছে। এতে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা আক্তার (১৭) নামে এক কিশোরী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের কবির হোসেন মোড়লের স্কুলপড়ুয়া মেয়ে তাসলিমা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী কাপাসিয়া সদর থানার বরুন পশ্চিমপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে সৌদি প্রবাসী সোহেল রানার বিয়ে ঠিক হয়।

কালীগঞ্জ উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার শিক্ষক নুসরাত জাহান ইমা ও বিজিডির কো-অর্ডিনেটর মো. কামাল হোসেন তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে বিয়ের অনুষ্ঠান পণ্ড করে কনে ও বরপক্ষের লোকজন পালিয়ে যান। পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন কনের পরিবারের লোকজন।

সূত্র: যুগান্তর