বিসিবির প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান লঙ্কান ক্রীড়ামন্ত্রীর

শ্রীলঙ্কা সরকারের কড়া শর্ত মেনে জাতীয় দল ও এইচপি দলকে সফরে পাঠাতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

দ্বীপরাষ্ট্রে সফর নিয়ে প্রস্তাবিত সকল পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কোয়ারেন্টাইন সময়সীমা নিয়েই আটকে ছিল দুই বোর্ড। শ্রীলঙ্কা সরকারের নির্দেশনা, অনুশীলন ছাড়াই ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে সফরকারী দলকে। ক্রিকেট শ্রীলঙ্কা ও বিসিবি সর্বোচ্চ ৭ দিনের কোয়ারেন্টাইনে রাজি।

১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়া এক সপ্তাহের অনুশীলনে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। এ জন্য সফরে যেতে অনাগ্রহ বাংলাদেশের। আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশের অবস্থান জানার পর সিরিজ নিয়ে নতুন আশার আলো দেখালেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নমল রাজাপাকসা। ক্রীড়ামন্ত্রী ক্রিকেট শ্রীলঙ্কাকে বাংলাদেশের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইশামের টুইটের রি-টুইটে নমল রাজাপাকসা লিখেন, ‘আমরা সবাই জানি, করোনা মহামারীটি পৃথিবী জুড়ে এখনো রয়েছে, তাই প্রতিরোধের ব্যবস্থাগুলিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। তবে এই অঞ্চলের ক্রিকেটকে গুরুত্ব দিয়ে আমি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অফিসিয়ালকে কোভিড টাস্কফোর্সের সাথে পরামর্শ করতে এবং বিসিবির প্রস্তাব পুনর্বিবেচনা করতে বলেছি।’

এর আগে বিসিবি সভাপতি মিরপুরে বলেন, ‘যে টার্মস অ্যান্ড কন্ডিশন শ্রীলঙ্কা দিয়েছে তা ইতিহাসে বিরল। এরকম নিয়ম-কানুনের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই সম্ভব না। এ তথ্য ওদের জানিয়ে দেব।’