বিসিবির নিম্ন আয়ের কর্মীদের ৪ লাখ টাকা দিলেন ভেট্টোরি

আগেই জানা গিয়েছিল বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি বিসিবির নিম্ন আয়ের কর্মচারিদের অর্থ সহায়তা করতে চান। গত মাসেই নিজের এই ইচ্ছের কথা বোর্ডকে জানান নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

বোর্ড সূত্রের খবর, ভেট্টোরি নিজের বেতন থেকে ৫ হাজার ডলার আর্থিক সহায়তা দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা। এই টাকা বিসিবির ১৩৫ জন নিম্ন আয়ের কর্মচারীদের পেছনে ব্যায় করা হয়েছে বলে বোর্ড সূত্রের খবর।

খেলোয়াড়রা করোনা প্রাদুর্ভারের শুরুতেই নিজেদের বেতনের টাকায় তহবিল গড়েছিলেন। সেখান থেকে মোট ৯ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন ২৬৫ কর্মচারী। সববিলে বিসিবির ৪০০ নিম্ন আয়ের কর্মীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশের কোচিং স্টাফের সদস্যদের মধ্যে ভেট্টোরি সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ। কর কেটে দিনপ্রতি যার পারিশ্রমিক আড়াই হাজার ডলারের মতো।

ভেট্টোরির সঙ্গে চুক্তির ধরণটাও আলাদা। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত নভেম্বরে ভেট্টোরির সঙ্গে এক বছরের চুক্তি করে বোর্ড। তবে এক বছরে বিভিন্ন ধাপে মোট ১০০ দিন বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন ভেট্টোরি।