বিশ্রামে স্টোকস-বাটলার, দলে কুমিল্লা ওয়ারিয়র্সের মালান

করোনা বিরতির পর মাঠে ফিরেই ব্যস্ত সূচিতে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। টানা তিন সিরিজ খেলবেন বেন স্টোকসরা।

এ মুহূর্তে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই করছেন ইংলিশরা। এই সিরিজ শেষ হওয়ার পর পরই আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ক্রিস সিলভারউডের দল।

সেই ওয়ানডে সিরিজ শেষ হলে ৪ আগস্ট থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ।

তাই পাকিস্তানের বিপক্ষে পূর্ণশক্তি নিয়ে নামার লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে চার তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিতে চায় ইসিবি।

তারা হলেন- বেন স্টোকস, জস বাটলার, মার্ক উড ও জোফরা আর্চার। শুধু তাই নয়, হেড কোচ ক্রিস সিলভারউডও থাকবেন বিশ্রামে।

ব্যস্ত সূচির ক্লান্তি যেন খেলোয়াড়দের মধ্যে ভর না করে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ইনজুরির কারণে দলে থাকছেন না ক্রিস জর্ডান, প্যাট ব্রাউন।

এত খেলোয়াড়কে বিশ্রাম দেয়ায় আইরিশদের বিপক্ষে সিরিজে মাঠে নামার সুযোগ হয়েছে ডেভিড মালানের। তিনি বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে দারুণ পারফরম করেছিলেন।

এ ছাড়া আরও সুযোগ হয়েছে স্যাম বিলিংস, লিয়াম ডওসন, লিয়াম লিভিংস্টোন, জেমস ভিনস, বেন ডাকেট ও রিস টপলিরারের।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৩০ জুলাই, ১ ও ৪ আগস্ট।

ইয়ান মরগ্যানের অধিনায়কত্বে অনুশীলনে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

ইংল্যান্ডের ২৪ সদস্যের অনুশীলন স্কোয়াড

ইয়ান মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, হেনরি ব্রুকস, ব্রাইডন কার্স, টম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, লরি ইভান্স, রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি, স্যাম হেইন, টম হেলম, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ম্যাথিউ পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমন্স ভিন্স, ডেভিড উইলি।

 

সুত্রঃ যুগান্তর