বিশ্ব নদী দিবসে গ্রীন ভয়েস এর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

‘মানুষের জন্য নদী’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে  বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন হয়েছে। পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে এই মানববন্ধন হয়। এসময় সংগঠনের সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় রাজশাহী জেলা গ্রীন ভয়েস এর আহ্বায়ক আব্দুর রহিম বলেন, গ্রিন ভয়েস থেকে আমাদের দাবি, পদ্মানদীসহ দেশের সব নদ-নদী দখল মুক্ত করা এবং দূষণ মুক্ত করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া।

এছাড়ও যুগ্মআহ্বায়ক ডা.সালেহীন সাকিব বলেন, অপরিকল্পিত-অনিয়ন্ত্রিত বালু, মাটি উত্তোলনের কারণে নদী সংকটাপন্ন অবস্থায় আছে। এতে নদীর বিভিন্ন স্থানের বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবৈধ মাটি-বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং নদীর তীরে বর্জ্য অপসারণ ও নিক্ষেপ বন্ধ করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সহ-সভাপতি মনির হোসেন উৎস, গ্রীন ভয়েস রাজশাজী জেলার সদস্য, জনি সরদার,ইব্রাহিম প্রমুখ।

স/এআর