বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আজ কানাডা

সেন্ট কিটসের উইকেটে আগে ব্যাটিং করার ঝুঁকিটা এখন কমবেশি টের পাচ্ছে এই মাঠে খেলা দলগুলো। বিশেষ করে শিরোপা ধরে রাখার মিশনে গিয়ে প্রথম ম্যাচেই প্রবল প্রতিপক্ষ ইংল্যান্ডের সামনে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ।

উইকেটে কিছুটা সবুজ ঘাস থাকায় সকালের দিকে ইংলিশ পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাই বাজে হার দিয়েই যুব বিশ্বকাপ শুরু করতে হয়েছে রাকিবুল হাসানের দলকে। অবশ্য ‘এ’ গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত হওয়ায় তাদের নক আউট পর্বে যাওয়া নিয়ে কোনো সংশয়ই থাকার কথা নয়। যদিও মাঠে সেটি প্রমাণের দায়ও আছে।

আজ সেন্ট কিটসের কোনারি স্পোর্টস ক্লাব মাঠে হবে সেই পরীক্ষাই। আজ তারা সামনে পাচ্ছে কানাডার যুবাদের। অবশ্য ইংল্যান্ডের কাছে হারার পর থেকেই ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ের কথা ঘোষণা করে আসছেন অধিনায়ক রাকিবুল। তিনি বলেন, ‘পরের ম্যাচে শক্তিশালী ব্যাটিং নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। আমাদের মূল ব্যাটাররা পারফর্ম করতে পারলে পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াব আমরা।’

 

সূত্রঃ কালের কণ্ঠ