বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্তের তালিকায় আবারো দুই নম্বরে ভারত

সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আবারো দুই নম্বরে উঠে এসেছে ভারত। তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল পর্যন্ত তালিকার দ্বিতীয় স্থানে ছিল ব্রাজিল।

কিন্তু গতকাল ভারতে এক লাখ ৬৯ হাজার ৯১৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের পর তালিকায় পরিবর্তন এসেছে। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জন এবং মারা গেছে এক লাখ ৭০ হাজার দু’শ ৯ জন।

অন্যদিকে তালিকার তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার পাঁচশ ৪৩ জন এবং মারা গেছে তিন লাখ ৫৩ হাজার দু’শ ৯৩ জন।

এই তালিকায় সবার উপরে অবস্থান করা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৯ লাখ ১৮ হাজার পাঁচশ ৯১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৫ হাজার আটশ ২৯ জন ।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ২১ লাখ ৫৩ হাজার ৭১৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১২ লাখ এক হাজার চারশ ৫৭ জন।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রবিবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৭০ হাজার একশ ৯৫ জন।

 

সুত্রঃ কালের কণ্ঠ