বিশ্বে এপ্রিল মাসে কমেছে খাদ্য পণ্যের দাম: এফএও

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাজারে মার্চ মাসে অস্বাভাবিকভাবে বেড়েছিল খাদ্য পণ্যের দাম। তবে এপ্রিল মাসে সেই দাম অনেকটা কমেছে বলে জানিয়েছে, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা-এফএও।

এফএও শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিজস্ব সূচক অনুযায়ী গত ফেব্রুয়ারি ও মার্চে পণ্যের দাম রেকর্ড পরিমাণ বাড়ার পর এপ্রিলে আগের মাস (মার্চ) চেয়ে ০.৮ শতাংশ কমেছে।

এফএওর প্রধান অর্থনীতিবিদ মাক্সিমো তোরেরো কুলেন বলেন, ‘মূল্য সূচক কিছুটা নিচের দিকে নামাটা স্বস্তির, বিশেষ করে খাদ্য ঘাটতিতে থাকা নিম্ন আয়ের দেশগুলোর জন্য। কিন্তু খাবারের দাম এখনও অনেক বেশি, যা বিদ্যমান বাজার পরিস্থিতিকে প্রতিফলন করে এবং সবচেয়ে গরিব ব্যক্তিদের জন্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মাংস ও দুগ্ধজাতীয় পণ্যের দাম গত মাসে ০.৯ শতাংশ থেকে ২.২ শতাংশ পর্যন্ত বেড়েছিল বলে জানিয়েছে ইতালির রোম ভিত্তিক সংস্থাটি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে মস্কো। এতে আমদানি বাধাগ্রস্ত হয়, যা বিশ্বব্যাপী খাদ্যসংকটের শঙ্কা বাড়িয়ে তোলে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন