বিশ্বকাপের আয়োজক হতে আবেদন করেছে বিসিবি

সিল্কসিটি নিউজ ডেস্ক:

শ্রীলংকার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হতে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা শ্রীলংকার সঙ্গে যুগ্মভাবে আবেদন করেছি। ওই বিশ্বকাপের জন্য যে পরিমাণ স্টেডিয়াম দরকার, সেটা আমাদের নেই, দুটো দেশ মিলে করা যায়।

ওয়ানডে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান মিলে আবেদন করেছি। এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নিয়েছি। উনি বলেছেন টুর্নামেন্ট আয়োজন করা হলে সব দায়িত্ব বাংলাদেশ সরকার নিবে। এখানে অনেক দেশের কিন্তু এ ব্যাপারে সমস্যা হচ্ছে।

এর আগে ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। ২০২৩ সালে এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত।

২০২৪-২০৩১ সাল পর্যন্ত আইসিসির যতগুলো বড় ইভেন্ট আছে সেই ইভেন্টে যৌথ আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

সূত্র:যুগান্তর