সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ফিরলেন অ্যান্ডারসন

Paris
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ১০:৪৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইনজুরির ‍কারণে দীর্ঘ সময় ধরে দলের বাইরে কোরি অ্যান্ডারসন। ভারত সফরে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ সামনে রেখে তাকে ওডিঅাই স্কোয়াডে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে কেবলমাত্র বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই মাঠে নামবেন ২৫ বছর বয়সী এ অলরাউন্ডার।

 

গত ৩০ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে (টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল) সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অ্যান্ডারসন। পিঠের ইনজুরিতে ছিটকে পড়েন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর থেকে। গত সপ্তাহে লিংকনে তিনটি পঞ্চাশ ওভারের প্রস্তুতিমূলক ম্যাচ খেললেও বোলিং করতে পারেননি।

 

এখনো নিজের বোলিং নিয়ে ‍কাজ করছেন কিউই ব্যাটিং অলরাউন্ডার। এই সিরিজে তাকে শুধুমাত্র বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই দেখা যাবে। এনজেডসি নির্বাচক গ্যাবিন লারসেন নিশ্চিত করেছেন, অ্যান্ডারসনের পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

 

ব্যাটসম্যান অ্যান্টন ডেভচিচ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজে ওয়াটলিংকে পুনরায় দলে ডেকেছে ব্ল্যাক ক্যাপসরা। দীর্ঘ ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফেরা জেমস নিশাম ওয়ানডে স্কোয়াডেও আছেন। অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়া টিম সাউদি ১৫ সদস্যের দলে রয়েছেন। টেস্ট টিমে থাকলেও ওয়াডেতে সুযোগ পাননি হেনরি নিকোলস।

 

ধর্শশালায় আগামী ১৬ অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২৩, ২৬, ২৯ অক্টোবর। তার আগে ২২ সেপ্টেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।

 

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, জেমস নিশাম, হেনরি নিকোলাস, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইস সোধি, রস টেইলর, নেইল ওয়েগনার ও বিজে ওয়াটলিং।

 

নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, অ্যান্টন ডেভচিচ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, জেমস নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ শোধি, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা