মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরাজনীতিকরণের চেষ্টা রুখে দেবে জনগণ: নাজমুল হাসান

Paris
নভেম্বর ১৯, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

এতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, নির্বাচন প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গড়িমসিভাব পরিলক্ষিত হচ্ছে। অনেকে বিরাজনীতিকরণের আশঙ্কা করছেন। তবে বিরাজনীতিকরণের চেষ্টা রুখে দেবে জনগণ।

তিনি বলেন, নির্বাচন নিয়ে জনগণের মাঝে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। দেশের প্রায় চার কোটি তরুণ ভোটার এখন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে তারা অধীর আগ্রহে দিন গুনছে। এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন আয়োজন করা। অন্যথায় দেশের জনগণ এ সরকারের স্বচ্ছতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলবে।

পথসভা শেষে বোয়ালমারী বাজার এলাকার সব গলিতে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট ও ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এছাড়া বিকাল ৪টায় মধুখালী উপজেলা বাজারের মেইন রোডে আরও একটি পথসভা ও গণসংযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, সদস্য সচিব শাহরিয়ার শীথিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, বোয়ালমারী উপজেলার আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, বোয়ালমারী পৌর শাখার আহ্বায়ক মনির হোসেন, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনসহ শতাধিক নেতাকর্মী।

 

সূত্র: যুগান্তর