বিমানের সহযাত্রী করোনা পজিটিভ, কোয়ারেন্টিনে অস্ট্রেলিয়ান ওপেনের ৪৭ খেলোয়াাড়

শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্নে আগত দু’টি বিমানে তিন যাত্রীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর বিমানে সকল যাত্রী এবং ক্রু-মেম্বারদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে রয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের ৪৭ জন খেলোয়াড়।

এ বিষয়ে এক বিবৃতিতে আয়োজকরা জানান যে, লস অ্যাঞ্জেলস থেকে আসা বিশেষ বিমানে ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। প্লেনে ১২ জন ক্রু-মেম্বার ও ৬৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৪ জন খেলোয়াড় ছিলেন। তাদের প্রত্যেককে বর্তমানে হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আপাতত পরবর্তী মেডিক্যাল রিপোর্ট আসা পর্যন্ত কেউই হোটেল রুম থেকে বেরোতে পারবেন না।

এরপর আবুধাবি থেকে মেলবোর্নে আসা আরেকটি বিমানেও একজন যাত্রীর করোনা পজিটিভ হন। ওই বিমানে মোট ৬৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৩ জন খেলোয়াড়।

দুই বিমান মিলিয়ে মোট ৪৭ খেলোয়াড়কে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর ফলে সমস্যায় পড়বেন টেনিস খেলোয়াড়রা। কারণ কোভিড-১৯ বিধি মেনে আগামী ১৪ দিন তাদের অনুশীলনে নামাই অনিশ্চিত হয়ে পড়ল।

করোনার কারণে গত ১০০ বছরে প্রথমবারের মত পিছিয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেন। আসরটির পরিবর্তিত সূচিতেও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি