সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভারত টানা পাঁচবার নারী সাফের চ্যাম্পিয়ন। দুই বছর আগে তাদের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছিল বাংলাদেশ। ২০২২ সালের চ্যাম্পিয়নশিপ জয় যে নিছক কোনও অঘটন নয়, সেটা প্রমাণ করলো টানা দ্বিতীয়বার ট্রফি জিতে। আবারও মেয়েরা ছাদখোলা বাসে করে ঢাকার রাজপথ প্রদক্ষিণ করেছেন। দেশে পা রাখার আগে আকাশপথেও মিলেছে উষ্ণ অভ্যর্থনা। সেই রোমাঞ্চকর অনুভূতি সোশাল মিডিয়ার মাধ্যমে জানালেন তারকা খেলোয়াড় সানজিদা।
নিজের ফেসবুক পেজে বিমানের ককপিটে দুই পাইলটের সঙ্গে ট্রফি নিয়ে তোলা ছবি প্রকাশ করেছেন। তারপর দিয়েছেন আবেগ ঢেলে দেওয়া এক পোস্ট।
সানজিদা লিখেছেন, ‘ভালো করা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ধরে রাখার বিশাল চাপ নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া এবং আবারও চ্যাম্পিয়ন হয়ে স্বপ্নিল এক যাত্রার সমাপ্তি। ফাইনালে প্রচুর দর্শকের চাপ সামলে স্বাগতিক মঞ্চ থেকে টানা দুইবার ট্রফি নিয়ে আসা অবশ্যই আমাদেরকে আলাদাভাবে আত্ববিশ্বাস জোগায়।’
তিনি আরও লিখেছেন, ‘এই ছবিটি বাংলাদেশে আসার মুহূর্তে উনাদের সাথে ট্রফি সহ ক্যামেরা বন্দি হওয়া। বিমানের দায়িত্বপ্রাপ্ত ভাইবোনদের উষ্ণ অভ্যর্থনা, দেশে এসে ছাদখোলা বাস সবকিছুই আমাদেরকে আবারও ভালো খেলতে উৎসাহ জোগাবে। ২০২২ সালে পরোক্ষভাবে ছাদখোলা বাসের অভিপ্রায় থাকলেও এবার সেটি বলা হয়নি। কারণ আমরা নিশ্চিত ছিলাম এবার সেটি অনুমিতভাবেই ঘটবে। আর সেটি পেয়ে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ যারা এই আয়োজনের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকজনকে। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা আমাদের সর্বদা সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে। আমাদের এই উৎসবের মুহূর্তকে জাতির সামনে তুলে ধরা ও ভবিষ্যতের জন্য আর্কাইভ করার জন্য মিডিয়ার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’
যেই মাঠের খেলা দিয়ে দর্শক মাতিয়েছেন, সেখানে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা সানজিদার, ‘আমরা সারাবছর মাঠে থাকতে চাই। আমরা বিশ্বাস করি, আমরা আরও ভালো খেলতে জানি। আমাদের সারা সিজন মাঠে থাকার কারণে যদি দর্শক আবারও গ্যালারিতে আসে দিনশেষে সেটি দেশের ফুটবলের লাভ। কারণ আমরা যাই কিছু করি, সবটুকু দর্শকদের জন্য। আমরা মাঠে থাকতে চাই এদেশের সকল ফুটবলপ্রেমী মানুষদের জন্য। রোদকে উপেক্ষা করে যেসকল ছোট্ট বাচ্চারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল আমাদের একনজর দেখার জন্য, সেই সকল নিষ্পাপ চেহারাগুলোর জন্য।’
সূত্র: বাংলা ট্রিবিউন