বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠা সেই আফগান ক্রিকেটার ৬ বছর নিষিদ্ধ

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ছয় বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার শফিকুল্লা শাফাক।

রোববার বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, শফিকুল্লা শাফাক একাধিকবার ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছে।

২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী মৌসুমে এবং পরের বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়ায় শাফাকের। এমনকি ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর এই প্রথম কোনো আফগানি ম্যাচ ফিক্সিংয়ে দেশকে কলঙ্কিত করলেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) দুর্নীতিদমন শাখার ম্যানেজার সৈয়দ আনোয়ার শাহ কুরেশি বলেন, এটা অত্যন্ত ঘৃণ্য অপরাধ। জাতীয় দলের একজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি করতে পারে তা বিশ্বাস করার মতো না। ২০১৯ সালের বিপিএলেও তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল।

দেশের হয়ে ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ৩০ বছর বয়সী শাফাক অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ স্বীকার করেছেন।