বিনিয়োগকারীরা সরকারি পাটকল পরিদর্শন করতে পারবে

সরকারি সিদ্ধান্তে উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষিত বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসির) নিয়ন্ত্রণাধীন ২৫টি পাটকল আগ্রহী উদ্যোক্তা/বিনিয়োগকারীরা সরেজমিনে পরিদর্শন করতে পারবেন।

আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত মিলগুলো পরিদর্শন করে মিলের যন্ত্রপাতি, স্থাপনাসহ অন্যান্য সম্পত্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন।

বুধবার (১২ আগস্ট) বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে এতথ্য জানানো হয়।

বস্ত্র ও পাটমন্ত্রীর সভাপতিত্বে নীতি-নির্ধারণী কমিটির ২য় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

আগ্রহী উদ্যোক্তা/বিনিয়োগকারীরা মিলগুলো এখন থেকে সরেজমিনে পরিদর্শন করতে প্রয়োজনে চেয়ারম্যানের একান্ত সচিব কাজী কামরুল করিম (০১৭৭৯৪৮৫১৫১)-এর সঙ্গে যোগাযোগ করা যাবে।

সংস্থাটির সচিব এ.এফ.এম. এহতেশামূল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য প্রকাশ করা হয়।