বিনামূল্যে মাস্ক সরবরাহের দাবি সিপিবির

কাজী কামাল হোসেন, নওগাঁ



বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাডভোকেট মহসীন রেজা বলেছেন, সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও অফিস সংশ্লিষ্ট আগত সেবাগ্রহণকারীদের মাস্ক পরা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু বিভিন্ন অফিসের সঙ্গে সম্পৃক্ত নন, এমন মানুষের সংখ্যাই বেশি। তাদের মাস্ক পরা নিশ্চিত হবে কী করে? সকলের মাস্ক পরা নিশ্চিত করতে হলে সরকারকেই দায়িত্ব নিয়ে বিনামূল্যে জনসাধারণের মধ্যে মাস্ক সরবরাহ করতে হবে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিপিবি নওগাঁ জেলা কমিটির আয়োজনে শহরের ব্রীজের মোড়ে আহূত দেশব্যাপী ‘ধিক্কার দিবস’ পালন উপলক্ষে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

সিপিবি নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক সভাপতি কমরেড প্রদ্যুৎ ফৌজদার, সিপিবি নেতা কমরেড আলীমুর রেজা রানা, সিপিবি নেতা কমরেড সেকেন্দার আলী, আদিবাসী নেত্রী কমরেড রেবেকা সরেন, শ্রমিক নেতা কমরেড মুনসুর রহমান, যুবনেতা কমরেড অ্যাডভোকেট মমিনুল ইসলাম স্বপন, ছাত্র নেতা শামীম আহসান প্রমুখ।