বিদেশ পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর থানার গিয়াস উদ্দিন প্রামাণিকের দায়ের করা মামলায় র‌্যাব-৫ এর অভিযানে দুই প্রতারকরা গ্রেফতার করা হয়েছে। বিদেশ পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোমবার জেলার লালপুর থানাধীন শোভ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. আলতাব হোসেন (৩৭) ও মো. মুঞ্জু রহমান। তাদের থানার থানার বাসিন্দা। র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভূক্তভোগী গিয়াস উদ্দিন প্রামানিক (৬০) জানান, গ্রেফতার মো. আলতাব হোসেন (৩৭) ও মো. মুঞ্জু রহমান @ মুঞ্জুরুল ইসলাম (৩৬) যোগসাজশে তার ছেলে মো. কিবরিয়া হোসেনকে (৩০) কম্বোডিয়ায় পাঠানোর নামে ১,৫০,০০০ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে বিদেশগামী ও চাকুরি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগকারী বুঝতে পারেন যে কাগজপত্র সঠিক নয় বা ভূয়া। প্রতারক মো. আলতাব হোসেন (৩৭) ও মো. মুঞ্জু রহমান মুঞ্জুরুল ইসলাম (৩৬) দীর্ঘদিন বিদেশে ছিলেন। সেই সুবাদে তারা এলাকার বিদেশ গমনে আগ্রহী যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো এবং বিদেশগামী লোকজনের সরলতার সুযোগ নিতো।

জি/আর