বিদেশি ক্রিকেটারদের অনুরোধে কোয়ারেন্টিন সময় কমালেন সৌরভ

করোনাকালের মাঝেই শুরু হতে যাচ্ছে আইপিএল। টুর্নামেন্টের আগে সবচেয়ে বড় বিড়ম্বনা হলো বাধ্যতামূলক কোয়ারেন্টিন। বিসিসিআইয়ের নিয়মানুসারে কোয়ারেন্টিনে থাকলে ঝামেলায় পড়ে যাবেন অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ক্রিকেটারেরা। তাই তারা কোয়ারেন্টিন সময় কমাতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কাছে আবেদন করেছিলেন। অবশেষে তাদের অনুরোধ রাখলেন সৌরভ। বাধ্যতামূলক ৬ দিনের কোয়ারেন্টিন কমে হয়ে গেল মাত্র ৩৬ ঘণ্টার।

একদিন আগেই ইল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। গতকাল থেকে একে একে আমিরাতে পৌঁছতে শুরু করেছেন মরগ্যান-ব্যান্টন-কামিন্স-কুরান- বাটলার-ওয়ার্নার-ম্যাক্সওয়েল-স্মিথ-আর্চাররা। বিসিসিআইয়ের আইপিএল এসওপি অনুযায়ী তাদের আমিরাত পৌঁছে ৬দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যাওয়ার কথা ছিল। সেই মতো কোয়ারেন্টিন পর্ব শেষ হত ২৩ সেপ্টেম্বর। এই কোয়ারেন্টিনের দিন কমানোর জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কাছে আর্জি জানান ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

আইপিএলের প্রস্তুতি খতিয়ে দেখতে আরও আগেই আমিরাতে গেছেন সৌরভ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে খেলা ২১ জন ক্রিকেটার আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে আছেন। তারা কোনোভাবেই আইপিএলের একটা ম্যাচও বাদ দিতে চাননা। তাদের যুক্তি ছিল,  ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে তো বায়ো সুরক্ষিত পরিবেশেই খেলা হচ্ছে। সুতরাং তারা একটি বায়ো সুরক্ষিত পরিবেশ থেকে আরব আমিরাতে আরেকটি বায়ো সুরক্ষিত পরিবেশে যাচ্ছে। সেক্ষেত্রে বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টিন অপ্রয়োজনীয়। তাদের আবেদন আমলে নিয়েছে সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই।

 

সুত্র কালের কণ্ঠ