বিজেএসসি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সভাপতি মওদুদ, সাধারণ সম্পাদক শান্ত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের (বিজেএসসি) বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংসদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বহুল প্রতীক্ষার পর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংসদের কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আতিকুর রহমান মওদুদকে সভাপতি ও আবু সায়েম শান্তকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের কেন্দ্রীয় সংসদ সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মামদুদ হোসেন,সহ সাধারণ সম্পাদক আশিকুল আলম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির শাহী, দপ্তর সম্পদক প্রত্যয় শাহরিয়ার, অর্থ সম্পাদক মুত্তাকিন আলম, প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ, প্রকাশনা সম্পাদক জেসমিন আরা ফেরদৌস।
কার্যকরী সদস্যরা হলেন- রুমন আহমেদ, আরাফাত ই কামাল, দেলোয়ার হোসেন, মেহদাদ আহমেদ মহান, সাইফুল ইসলাম ও সিহাব আলী।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল(বিজেএসসি)।
‘একতাই বল, যোগাযোগই সম্বল’ এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গঠনমূলক কাজ করে যাচ্ছে।বর্তমানে ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজেএসসির সঙ্গে যুক্ত রয়েছে।
স/রি