বিগ ব্যাশে একাদশে খেলতে পারবেন তিন বিদেশি

বিগ ব্যাশ লিগের (বিবিএল) পরের দুটি আসরে প্রত্যেক দল তাদের একাদশে তিনজন করে বিদেশি ক্রিকেটার রাখতে পারবে।

স্থানীয় ক্রিকেটারদের জায়গা কমে যাবে, এমন দাবি করে এতদিন ধরে তিন বিদেশিকে রাখার বিরোধিতা করে এসেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। ক্রিকইনফো বলছে, শেষ পর্যন্ত সংগঠনটি বিরোধী অবস্থান থেকে সরে দাঁড়ানোয় বিদেশির কোটা শিথিল ঘোষণা করলো লিগ কমিটি।

এই সিদ্ধান্তের পর এ বছরের বিবিএলে প্রত্যেক দল তাদের খেলোয়াড় তালিকা আরও সমৃদ্ধ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন টুর্নামেন্টের জন্য এরই মধ্যে ডেভিড মালান (হোবার্ট হারিকেন্স), অ্যালেক্স হেলস (সিডনি থান্ডার), লিয়াম লিভিংস্টোন (পার্থ স্কর্চার্স), টম ব্যান্টন (ব্রিসবেন হিট) ও টম কারানকে (সিডনি সিক্সার্স) বিদেশি খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চের মতো স্থানীয় তারকা খেলোয়াড়রা বিবিএলে এবার খেলতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবেন তারা। তাই তারকার ঘাটতি মেটাতে এই আসরে বিদেশি ক্রিকেটার বাড়ানোর সুযোগ দিয়েছে কমিটি।

আগামী ৩ ডিসেম্বর শুরু হবে এ বছরের বিগ ব্যাশ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস।