বিকেলে ইসিতে যাচ্ছেন বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন।

বুধবার (২৮ অক্টোবর) ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর নির্বাচনী মিডিয়া সেল থেকে পাঠানো এক এসএমএস বার্তায় এ কথা জানানো হয়েছে।

বিকেল ৩টায় অনুষ্ঠেয় এই বৈঠকে এসএম জাহাঙ্গীর ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-১৮ উপনির্বাচনে বিএনপি প্রার্থীর সমন্বয়ক আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম উপস্থিত থাকবেন।

বৈঠক শেষে পরিস্থিতি ও বৈঠকের ফলাফল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এসএম জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে। উপ-নির্বাচনে এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ