বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘বিএনপি তো পড়াশোনার ধার ধারে না’

Paris
আগস্ট ১০, ২০১৭ ৬:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি তো পড়াশোনার ধার ধারে না। তাই রায় বেরুবার পর তাঁরা অন্ধকারে ঢিল ছুঁড়েই যাচ্ছে। ষোড়শ সংশোধনী নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন টোলপ্লাজায় বিআরটিএর মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

সংবিধানের ষোড়শ সংশোধনীর পর আওয়ামী লীগকে সরকার থেকে পদত্যাগ করা উচিত বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সংশোধনীতে অনেক কিছুই আছে। তারা না পড়েই এসব কথা বলে যাচ্ছেন। আমি সংশোধিত ৭৮৯ পৃষ্ঠার পুরোটাই পড়ব। তারপর এ বিষয়ে মন্তব্য করব।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ষোড়শ সংশোধীর রায় নিয়ে আমাদের পার্টি থেকে কথা বলা হয়েছে। আমাদের আইনমন্ত্রী অলরেডি এই দুপুর বেলায় প্রেস ব্রিফিং করেছেন। আমাদের বক্তব্য, সরকার এবং দলের বক্তব্য অলরেডি আমরা দিয়েছি। আমি নিজেও ৭৯৯ পৃষ্ঠা এখনো পুরোপুরি পড়তে পারিনি। আমি পুরোটাই পড়তে চাই এবং এই ৭৯৯ পৃষ্ঠা পড়ে আমি আমাদের পার্টির সভাপতি, আমাদের সরকারপ্রধান দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে আলাপ করব। আলাপ করে আমরা নিজেরাও এই ব্যাপারে কথা বলব।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘বিএনপি তো পড়াশোনার ধার ধারে না। তাই রায় বেরুবার পর তারা অন্ধকারে ঢিল ছুঁড়েই যাচ্ছে। ষোড়শ সংশোধনীতে এমন অনেক কিছু্ আছে আমাদের দ্বিমত করার মতো, ভিন্নমত পোষণ করার মতো। কিন্তু রায়ে পদত্যাগের কোনো বিষয় আছে বলে আমার জানা নেই।’

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আসন্ন কোরবানির ঈদে কোনো মহাসড়কের ওপর ও মহাসড়কের পাশে গরুর হাট বসবে না। পঁচনশীল দ্রব্য ছাড়া ঈদের তিনদিন আগে থেকে পরের দিন পর্যন্ত কোনো ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কে চলবে না।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - রাজনীতি