মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিএনপি কার্যালয়ে হামলায় ছয়দিনের রিমান্ডে রাজশাহী আ.লীগের নেতা ডাবলু

Paris
অক্টোবর ১৫, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি কার্যালয়ে হামলার মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী সরকারের পতনের পর ২৮ আগস্ট নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। মামলাটি তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)।

গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে দুইদফায় ১০ দিন রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয়দফার পাঁচদিনের রিমান্ড শেষে মঙ্গলবার ডাবলু সরকারকে আদালতে তোলেন আলী রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, মঙ্গলবার ডাবলু সরকারকে আদালতে তোলা হলে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার তদন্ত কর্মকর্তা তাঁর সাতদিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ছয়দিন রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর