বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিএনপি অহেতুক মিথ্যা অভিযোগ করছে : নাসিম

Paris
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১০:০৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন নির্বাচন কমিশনকে চাপে রাখতে বিএনপি অহেতুক মিথ্যা অভিযোগ করছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

আজ বুধবার বিকেলে চট্টগ্রামে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী নাসিম এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপিসহ সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নাসিম বলেন, সামনে নির্বাচন, চিকিৎসকদের সেবার মান বাড়াতে হবে। তিনি বলেন, অর্থমন্ত্রীকে রাজি করানো কঠিন। এ কঠিন কাজটির মাধ্যমে দেশে ১১ হাজার বেড অনুমোদন পেয়েছি। ১০ হাজার নার্স নিয়োগ ও ছয় হাজার চিকিৎসক এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।

 

নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা দক্ষ ও অভিজ্ঞ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের চাপের মুখে রেখে বিএনপি নির্বাচন করবে। নির্বাচন করা ছাড়া বিএনপির আর কোনো বিকল্প পথ নেই বলে জানান তিনি।

সূত্র: এনটিভি

সর্বশেষ - সব খবর