বৃহস্পতিবার , ২১ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিএনপির সহ-দপ্তর সম্পাদক টিপুসহ আটক ১০

Paris
জুলাই ২১, ২০১৬ ১২:১১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক : বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১০-১১ জনকে আটক করেছে পল্টন থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে টিপুকে আটক করা হয়।

 

এ ছাড়া বাকিদেরকে সন্দেহভাজন হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকা থেকে আটক করা হয়।

 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বলেন, ‘বিএনপির পার্টি অফিসের সামনে ও এর আশপাশ থেকে ১০ জনের মতো সন্দেহভাজন আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে যাচাই-বাছাই করা হবে।’

 

আটকের কারণ জানতে চাইলে পল্টন থানার ওসি বলেন, ‘আসল-নকল বিএনপির বিভিন্ন মামলায় তাদেরকে আটক করা হয়েছে।’

 

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

 

এ ছাড়া মামলার অপর আসামি গিয়াস উদ্দিন আল মামুনের বিচারিক আদালতে দেয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। মামলায় তারেক ও মামুনকে ২০ কোটি টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

 

মুদ্রাপাচার মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিলের শুনানি করে বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

 

তারেক রহমানের এ রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

সূত্র: বাংলামেইল

 

সর্বশেষ - জাতীয়