শনিবার , ৬ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে রাজশাহীর যেসব নেতাদের ঠাঁই হলো

Paris
আগস্ট ৬, ২০১৬ ৭:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রাজশাহীর ১৬ নেতার ঠাঁই হয়েছে। এদের মধ্যে প্রবীণ ও নবীন নেতারাও রয়েছেন। শনিবার দুপুরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

তারা যেসব পদ পেয়েছেন-তা সিল্কসিটি নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ব্যারিস্টার আমিনুল হক পেয়েছেন ভাইস চেয়ারম্যানের পদ, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক এমপি এ্যাড কবির হোসেন ও এ্যাডভোকেট কামরুল মনির হয়েছেন উপদেষ্টা।

একই পদ পেয়েছেন সাবেক যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের পদ।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভকেট শফিকুল হক মিলন পেয়েছেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদকের পদটি।

নতুন কমিটিতে রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন সৈয়দ শাহীন শওকত। তিনি গত কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য।

আর জেলা বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন পাহীন পেয়েছেন তথ্য প্রযুক্তি বিষয়ক, সহ সম্পাদকের পদ।

আলোচিত ও বিতর্কিত নেতা জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এ্যাডভকেট নাদিম মোস্তফার পদ অবনমন করে বিশেষ সম্পাদক থেকে সরিয়ে করা হয়েছে নির্বাহী কমিটির সদস্য।

এছাড়াও সাইফুল ইসলাম মার্শাল, রফিকুল ইসলাম দুলাল, এ্যাড. মতিউর রহমান মন্টু,  মিসেস কাজী হেনা, আবু সাঈদ চাঁদ, পুঠিয়ার ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিক, বাঘার যুবদল নেতা রমেশ চন্দ্র, ও চারগাটের দেবাশীষ রায় মধু পেয়েছেন নির্বাহী কমিটির সদস্য।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর