বাড়ছে শঙ্কা, করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানতে যাচ্ছে স্পেনে!

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে শুক্রবার স্পেনের এক সরকারি কর্মকর্তা জানালেন, দেশটিতে দ্বিতীয় দফা সংক্রমণ ঢেউয়ের আঘাত হানতে যাচ্ছে করোনাভাইরাস।

এ ব্যাপারে সরকারের ভাইরাস বিশেষজ্ঞ মারিয়া হোসে সিয়েরা সতর্ক করে দিয়ে বলেছেন, ‘দুই সপ্তাহের মধ্যে আমাদের সংক্রমণের হার তিন গুণ বেড়েছে।’

এদিকে বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক দিনে দেশে নতুন করে ৯৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। লকডাউন শেষ হওয়ার পর দেশটিতে এটি এক দিনে সর্বোচ্চ সংক্রমণ।

মারিয়া বলেছেন, ‘আমরা দ্বিতীয় ঢেউ দেখতে পারি, তবে আগামী সপ্তাহগুলোতে কী ঘটে তা আমাদের দেখতে হবে।’

তিনি জানান, বার্সেলোনা ও জারাগোজার মতো বড় শহরগুলোর সাধারণ মানুষদের মধ্যে ভাইরাস সংক্রমিত হচ্ছে।

উল্লেখ্য, গত জুনে করোনার সংক্রমণ কমে আসায় লকডাউন প্রত্যাহার করে নেয় স্পেন। তবে বৃহস্পতিবার কিছু কিছু এলাকায় ফের সংক্রমণ শুরু হওয়ায় আঞ্চলিক কর্মকর্তারা নতুন করে পদক্ষেপ নিয়েছেন।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন