বালিয়াদিঘীতে নিহত-আহতদের পরিবারকে আ’লীগ নেতার আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে খাদে পড়ে নিহত ৮ ও আহত ৮ জনের পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ নাজমুল হক।

সোমবার (২২) নভেম্বর বিকেলে আর্থিক অনুদান প্রদানের সময় নাজমুল হকের এলাকায় না থাকায় তার পক্ষে পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ পৌঁছে দেন শাহবাজপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজামুল হক রানা।

এসময় তিনি অসহায় পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং আগামীতে তাদের পাশে নাজমুল হক থাকবেন বলেও আশ্বস্ত করেন রানা। এসময় উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ নেতা হাজ্বি সেতাউর রহমান, যুবলীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মুখলেস সর্দার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা প্রমূখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার সড়কের ভাঙা ব্রিজের কাছে ধানবোঝাই ট্রলি উল্টে খাদে পড়ে ৮ জন শ্রমিক নিহত হয়েছেন, আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৮ জন।

স/রি