বাবাকে অপমানের জবাব আনুশকাকে দিলেন রোহন গাভাস্কার

চলতি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির ব্যর্থতার বিশ্লেষণ করতে গিয়ে তার স্ত্রী আনুশকা শর্মাকে টেনে আনেন সুনীল গাভাস্কার। কোহলি এবং আনুশকাকে নিয়ে গাভাস্কারের অশালীন মন্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। গাভাস্কারের কঠোর সমালোচনা করেন আনুশকা। এরপর আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দেন গাভাস্কার। কিন্তু তাতেও কাজ হয়নি। এবার বাবার অপমানের জবাব দিতে আসরে নামলেন সুনীল পুত্র রোহন গাভাস্কার।

নিজের টুইটারে রোহন গাভাস্কার একটি ছবি পোস্ট করেছেন। যাতে একটি ধাঁধা লেখা আছে। ছবিটিতে লেখা আছে, ‘I love cholocate’. আচমকা দেখলে মনে হতেই পারে ‘I love chocolate’! এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে শুধু একজনকে দেখে কোনো কিছু বিচার করা ঠিক নয়। গোটা বিষয়টি শুনে তারপর বিচার করে মন্তব্য করা উচিত। এই টুইটের মাধ্যমে প্রকৃতপক্ষে আনুশকা শর্মাকেই আক্রমণ করেছেন রোহন গাভাস্কার।

কোহলি কাল রান তাড়া করতে নেমে ৫ বলে ১ রানে আউট হওয়ার পর তাকে নিয়ে গাভাস্কার বলেন, ‘লকডাউনের সময় সে শুধু আনুশকার বোলিং সামলেছে।’ এরপর তাকে তীব্র আক্রমণ করে আনুশকা শর্মা বলেন, ”জনাব গাভাস্কার, আপনার বার্তাটা কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই স্বামীর খেলার জন্য তার স্ত্রীকে দোষারোপ করার মতো কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করার কথা ভাবলেন কীভাবে? বছরের পর বছর ধরে খেলায় ধারাভাষ্য দেওয়ার সময় আপনি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনকে সম্মান করে এসেছেন। আমার ক্ষেত্রেও আপনার একই সম্মানবোধ থাকা উচিত নয় কি?’

তবে কোহলি-আনুশকা বিতর্কে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে গতকাল শুক্রবার সন্ধ্যায় সাফাই দেন সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘কোহালির ব্যর্থতার জন্য আমি কোথায় আনুশকাকে দোষ দিলাম? আমি শুধু বলেছি, ওই ভিডিওতে দেখা যাচ্ছে আনুশকা কোহলিকে বল করছেন। কোহলি তো ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইমপাস ছিল। আমি এটুকুই বলেছি। এই কথার মধ্যে কোহলির ব্যর্থতার জন্য তাকে দায়ী করা হলো কিভাবে?’

 

সূত্রঃ কালের কণ্ঠ