বাবর তিন ফরম্যাটেই শীর্ষে উঠবে : দিনেশ কার্তিক

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই তার ব্যাট থেকে প্রচুর রান আসছে। অনেক দিন ধরেই বাবরের ব্যাটিংকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে আইসিসি অনুযায়ী তিন ফরম্যাটেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন বাবর আজম।

এবার ভারতের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক বললেন, অদূর ভবিষ্যতে তিন ফরম্যাটেই শীর্ষে থাকবেন বাবর।

আইসিসির রিভিউতে দীনেশ কার্তিক বলেন, ‘আমি বিশ্বাস করি, বাবর তিন ফরম্যাটেই শীর্ষে উঠবে। সে একজন মানসম্মত ক্রিকেটার। এই মুহূর্তে সে ক্যারিয়ারের সেরা ব্যাটিং ফর্মে আছে। সামনেই সে বেশ কিছু টেস্ট ম্যাচ খেলবে।  তিন ফরম্যাটে সে দুর্দান্ত ফর্মে আছে। এ ছাড়াও বাবর বিভিন্ন ব্যাটিং পজিশনে সাফল্যের সঙ্গে ব্যাট করেছে। তার জন্য সব সময় আমার শুভ কামনা থাকছে। পুরো পাকিস্তান বাবরের পাশে আছে। যা বাবরকে আরো বড় কিছু করতে সাহায্য করবে। ‘

দিনেশ আরো বলেন, ‘ফ্যাব-ফোরের কথা বলা মানে কিছু অসাধারণ মানুষের কথা বলা। যারা ক্রিকেটার হিসেবে অত্যন্ত শক্তিশালী। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে, এই তালিকায় থাকার সকল গুণ বাবরের মাঝে আছে। আমি মনে করি সে এই ফ্যাব-ফোরকে ফ্যাব-ফাইভ করার ক্ষমতা রাখে। বাবর একজন স্পেশাল ক্রিকেটার। আমি বিশ্বাস করি, এই তালিকার খুব কাছেই সে আছে। তার ব্যাটিংয়ে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে তা হলো ব্যালান্স। বাবরের স্ট্রাইক পয়েন্টটা দারুণ। ‘

 

সুত্রঃ কালের কণ্ঠ