শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘বাবরের মা-বাবাকে অনুরোধ, ওর বিয়ের ব্যবস্থা করুন’

Paris
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ক্যারিয়ারে কঠিন সময় পার করছেন তর্কসাপেক্ষে পাকিস্তানের বর্তমান সময়ের সেরা ব্যাটার বাবর আজম। বাংলাদেশের সঙ্গে সর্বশেষ টেস্ট সিরিজে ৪ ইনিংস ১৬ গড়ে করেছেন ৬৪ রান। এমন পরিস্থিতিতে তাকে ফর্মে ফিরতে অন্যরকম পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

পাকিস্তানের ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক বাবর তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ৩৫ ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি। টেস্টে তার সাম্প্রতিক পারফরম্যান্স আরও নাজুক। ২০২২ সালের ডিসেম্বরের পর এই ফরম্যাটে একটা ফিফটির দেখাও পাননি।

হাথুরুর জায়গা নিতে আপত্তি নেই মুশতাকের

আগামী মাসেই তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। সেই সিরিজের আগে নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে ফর্মে ফেরার ‘টোটকা’ দিয়ে বাসিত আলী বলেছেন, ‘বাবর আজম, তোমার মা-বাবার সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। এরপর তুমি পুরোপুরি ভিন্ন এক মানুষ হয়ে উঠবে। আমি জানি, যখন কোনো খেলোয়াড় ভালো খেলতে পারে না, তখন কেমন অনুভ‚তি হয়। আমি বাবরের মা-বাবাকে অনুরোধ করছি, ওর বিয়ের ব্যবস্থা করুন। বড় ভাই হিসেবে আমি ওকে বলতে চাই, ভাই বিয়ে করে ফেলো। তোমার যথেষ্ট বয়স হয়েছে।’

অবশ্য শুধু বাবরকে বিয়ের পরামর্শ দিয়েই ক্ষান্ত হননি বাসিত আলী। সমালোচনা করেছেন গোটা পাকিস্তান দলের, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের ক্রিকেটারদের বড় শিক্ষা হয়েছে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য জেগে ওঠার ডাক। ওরা এর চেয়ে নিচে নামতে পারে না। এখন তাদের জেগে উঠে চোখ মেলতে হবে। বাংলাদেশের কাছে হারের পরও যদি তোমাদের চোখ না খোলে, তাহলে শুধু নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলো।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা