বাড়ি বাড়ি খাবার পাঠাচ্ছে ভুটান সরকার

করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে ভুটান সরকার। করোনা নিয়ে কোনও অবস্থায় নামমাত্র ‘রিস্ক’ নিতে নারাজ ড্রাগনভূমি ভুটান। সে জন্যই এ উদ্যোগ সরকারের।

সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে জীবাণুনাশক দিয়ে পরিশুদ্ধ করছে সবজি। সেই পরিশুদ্ধ করা সবজিই বাড়ি বাড়ি পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই সবজি বাড়িতে পৌঁছানোর জন্য ‘ভেজিটেবল অন হুইলস’  সার্ভিস চালু করেছে।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, গত চার মাসে ভুটান সর্বনিম্ন করোনা সংক্রামিত দেশগুলির অন্যতম। মাত্র ৭ জন আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়েছেন ৫ জন। বিজ্ঞানসম্মত উপায়ে জনস্বাস্থ্য কর্মসূচি নেয়ায় ভুটানে করোনার প্রভাব এখনও নেই।

ভুটানের সংবাদ মাধ্যম জানাচ্ছে, সরকারি কর্মীরা প্রতি বাড়ি থেকে শুকনো খাবার সংগ্রহ করে এলাকা ভিত্তিক খাদ্য মজুত করেছেন। এই প্রক্রিয়ার লক্ষ্য সংকটকালে যাতে খাদ্য সরবরাহে টান না পড়ে এবং যতদিন না বিশ্ব জোড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসে।

সূত্রঃ যুগান্তর