রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাজার মনিটরিংয়ে মাঠে নামছে টাস্কফোর্স : আসিফ মাহমুদ

Paris
অক্টোবর ৬, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডিম, মুরগি, মাছ এবং পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচসহ বাজারে প্রায় সব ভোগ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। এমতাবস্থায় বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিভায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি।

বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।’

রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে করা আসিফ মাহমুদের ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৬০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। আর মন্তব্য করা হয়েছে ৬ হাজারের মত।

মওদুদ সুজন নামের একজন ব্যবহারকারী লিখেছেন, ‘টাস্কফোর্স দিয়ে কি কাজ হবে? যারা সিন্ডিকেট করছে, তারা পণ্য সরবরাহ বন্ধ/বিঘ্ন ঘটালে সেটার বিকল্প কি? বিকল্প না করে কোনো পদক্ষেপ ব্যাকফায়ার করতে পারে।’ জয়নাল আবেদীন লিখেছেন, ‘বাজার মনিটরিং ভালোভাবে করতে হবে।’

জানা যায়, খোলা বাজারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচসহ সব সবজির দাম বাড়তে শুরু করেছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।

অপরদিকে কাঁচা মরিচের দাম ৪০০ টাকাকে ডিঙিয়ে ধনেপাতা রেকর্ড গড়ে ফেলেছে। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। যা দুই দিন আগে শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি দরে। একইভাবে বাড়ছে মাছ, মরুগী ও ডিমের দাম।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়