সোমবার , ৫ সেপ্টেম্বর ২০১৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় স্কুলছাত্রী অপহরণের দেড় মাস পর উদ্ধার

Paris
সেপ্টেম্বর ৫, ২০১৬ ১:১৪ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা সদরেই সলামি একাডেমি স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক ছাত্রী অপহরণের দেড় মাস পর উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে পুলিশ তাকে উদ্ধার করে।

জানা যায়, ১৩ জুলাই বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজ এলাকা থেকে উপজেলার ছাত্রারী গ্রামের আলাউদ্দিনের ছেলে জনি আহম্মেদ অপহরণ করে নিয়ে যায়। পরের দিন অপহৃতার বাবা বাদি হয়ে দুইজনকে অভিযুক্ত করে বাঘা থানায় মামলা দায়ের করেন। মামলার পর জনির দুলাভাই জোবায়েন হোসেন বিদ্যুতকে পুলিশ গ্রেফতার করে। কিছুদিন পর সে জামিনে বেরিয়ে আসে। উদ্ধারকৃত ছাত্রী উপজেলার ছাত্রীর (ছদ্মনাম) নকশী (১৫)। সলামি একাডেমি স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

এই ঘটনায় গত রোববার দুপুরে বাঘা থানার পুলিশ এসআই নুরুল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে জনির বাবা আলা উদ্দিনকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন। পরেতার মাধ্যমে অপহৃতাকে থানায় হাজির করা হয়। পরে আলাউদ্দিনকে ছেড়ে দেন পুলিশ।

বাঘা থানার অফিসারইনচার্জ (ওসি) আলীমাহমুদ বলেন, সুকৌশলে অপহৃতাকে উদ্ধার করা হয়েছে। সোমবার উদ্ধারকৃত ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর