বাঘায় স্কুলছাত্রী অপহরণের পরে বাগাতিপাড়ায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় অপহৃত স্কুলছাত্রীসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নাটোর জেলার বাগাতিপাড়া থেকে অপহরণকারী সকোত আলীকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২১ সেপ্টম্বর) সকালে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার জোতনশী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী (১৪) বৃহস্পতিবার সন্ধ্যার পর পার্শ্ববর্তী জোতরাঘব গ্রামে তার খালার বাড়ির সামনে থেকে অপহরণ হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা রাতে বাঘা থানায় মামলা করেন। এই মামলায় বাগাতিপাড়া থানার খামার বজরাপুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে সকোত আলীকে (২৪) আসামী করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তেতে বাঘা থানা পুলিশ শুক্রবার নাটোর জেলার বাগাতিপাড়া থানা পুলিশের সহায়তায় অপহরণকারীর বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে নাটোরের বাগাতিপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহরণকারী সকোত আলীকে গ্রেপ্তার করে।

 

স/আ