বাঘায় সিমা হত্যার রহস্য উৎঘাটন


বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আম বাগান থেকে শামিমা আক্তার সিমা নামের এক নারীর লাশ উদ্ধারের ১৫ দিন পর হত্যা রহস্য উৎঘাটন হয়েছে। হত্যার সাথে জড়িত বজলুর রহমান নামের একজনকে গ্রেফতারের পর মঙ্গলবার (৬ এপ্রিল) আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রের কাছে তার হত্যার রহস্য প্রকাশ করেন। সোমবার (৫ এপ্রিল) রাতে ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল বারী জানান, বজলুর রহমান আদালতের কাছে ৬৪ ধারায় স্বীকার করেছেন তার বন্ধু রাজা ইসলামের (২৪) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সিমার। প্রেমের কারনে অনৈতিক সম্পর্ক হয় এবং সিমা অন্তঃসত্তা হয়ে পড়ে। তারপরে বিয়ে করতে বলেন। এক পর্য়ায়ে বিয়ের কথা বলে তারা দুই বন্ধু মিলে সিমাকে ধর্ষণের পর হত্যা করে আম বাগানে ফেলে রাখা হয়।

শামিমা আক্তার সিমা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের আতব আলীর মেয়ে।তিনি বাঘা সদর এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী ৩ বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা যায়। তার কিছুদিন পর থেকে বাজুবাঘা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজা ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বজলুর রহমান (৪০) সিমা হত্যা মামলার ২ নম্বর আসামী ও উপজেলার বারখাদিয়া গ্রামের বিচ্ছাদ আলীর ছেলে।

উল্লেখ্য, ২৩ মার্চ সকালে শামিমা অক্তার সিমার লাশ বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর মাঠের এক আম বাগান থেকে পুলিশ উদ্ধার করে।

স/জে