বাঘায় সামাজিক নিরাপত্তার সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


বাঘা প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাফিজ শরীফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর রাজশাহী বিভাগের সহকারি পরিচালক বায়োজিদ হোসেন, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, উপজেলা সকল ইউপি চেয়ারম্যান, সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত উপকার ভোগী ও সুশীল সমাজের নেত্রীবৃন্দ।

এর আগে ভিডিও চিত্রের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন চিত্র তুলে ধরেন সমাজসেবা অধিদপ্তর রাজশাহী’র সহকারি পরিচালক আবু তাহের । শেষে সমাজসেবা অধিদপ্তরের সাথে সম্পৃক্ত মাঠ কর্মীদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়।

এস/ আই