বাঘায় শিক্ষার্থীদের বিদায় ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার দিঘা উচ্চবিদ্যালয় ও কলেজের এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ মাঠে আয়োজিত বিদায় ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন শেখ।

প্রভাষক সিরাজুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জহরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক ইন্তাজ আলী, দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া নওশিন তমা, সায়মা রহমান, ঈশিতা আক্তার প্রমুখ।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য ইতিবাচক নয়, বরং নেতিবাচক বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ গ্রহণ করে কলেজের এইচএসসি’র প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার, আয়েশা সিদ্দিকা, হাসনা হেনা। বিপক্ষে ছিলেন এইচএসসি’র দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিম আখতার, রিমা খাতুন, শিরিন শিলা। বিচারকের দায়িত্বে ছিলেন সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক নাসিমুজ্জামান, প্রদর্শক নাছিমা আখতার জাহান। দুই দলই সমান নম্বর পাওয়ায় উভয়কে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

আয়োজিক অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

স/অ