বাঘায় পেট্রোল ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় পরিমাণে কম দেওয়ায় এক পেট্রোল ব্যবসায়ীর আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে মনিগ্রাম বাজারের ‘মেসার্স রিয়াজ অয়েল সেন্টারে’ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল আহমেদ এই জরিমানা করেন।

জানা যায়, উপজেলার মনিগ্রাম এলাকার আশিক হোসেন নামের এক যুবক রিয়াজ অয়েল সেন্টার থেকে ২ লিটার পেট্রোল ক্রয় করেন। এতে প্রায় ২০০ মিঃলিঃ কম হয়। পেট্রোল কমের বিষয়ে জানতে চান। রিয়াজ অয়েল সেন্টারের মালিক এনামুল হক তাকে বিষয়টি চেপে যাবার জন্য অনুরোধ করেন। কিন্তু আশিক তার অনুরোধ উপেক্ষা করে প্রথমে ৯৯৯ ও পরে উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে বিষয়টি অবগত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নির্দেশনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজি ষ্ট্রেট জুয়েল আহমেদ দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার করে। ভোক্তা অধিকার ২০০৯/৪৬ ধারা অনুযায়ী দোকানদারের আট হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৫ লিটারের একটি ও এক লিটারের একটি পরিমাপের জার জব্দ করা হয়েছে।

এস/আই