বাঘায় বিএনপির নেতা সুরুজ গ্রেফতার


নিজস্ব  প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীর বাঘায় ব্যঙ্গাত্নক বাক্য লিখা লিফলেট বিতরণ ও ফেসবুকে প্রচার করা মামলায় বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুন) রাত ১০ টার দিকে উপজেলার বিনোদপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সুরুজ বাঘা পৌর এলাকার দক্ষিন মিল্লিক বাঘা গ্রামের সুরাত আরীর ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, গত (১৯ মার্চ) বাঘা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্নক লিফলেট বিতরণ এবং ফেসবুকে মাধ্যমে প্রচার করেন।

এই অভিযোগে পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, ব্যঙ্গাত্নক বাক্য লিখা লিফলেট বিতরণ ও ফেসবুকে প্রচার করা মামলায় সুরুজ্জামান সুরুজকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল। রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/আ.মি