বাঘায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে খেলায় বাঘা পৌরসভাকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গড়গড়ি ইউনিয়ন পরিষদ।

বুধবার (১৮ মে) বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে এই ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, বাঘা পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার শফি উল্লাহ সুলতান, সমাজ সেবা অফিসার শাহরিয়ার নাফিজ, আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, থানার ওসি আবদুল করিম, ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, নুর মোহাম্মদ তুফান, রফিকুল ইসলাম, ডিএম মনোয়ার বাবুল, ফিরোজ আহম্মেদ প্রমুখ।

খেলায় পরিচালনা করেন আবুল ফজল। সহকারী পরিচালক ছিলেন আবু হেনা মোস্তফা জামান বাপ্পি ও আবু হেনা মোস্তফা কামাল রানা। ধারাভাষ্যে ছিলেন বিপ্লব কুমার রায় ও আবদুল হানিফ মিঞা।

জি/আর