বাঘায় পৃথক অভিযানে তিন ছিনতাইকারীসহ আটক ৫

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ৬০ পিস ইয়াবাসহ একজন নারী এবং একজন সাজাপ্রাপ্ত আসামী ও মোটরসাইকেল ছিনতাই এর সাথে জড়িত তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সুত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলমকে (৫০) তার নিজ মীরগঞ্জ বারোশতদিয়াড়পাড়া বাড়ি থেকে আটক করেন বাঘা থানার উপ-সহকারি পরিদর্শক মাসুদ ইকবাল।

এর আগে রাত ৯ টার সময় উপজেলার আড়পাড়া এলাকার ফাকা রাস্তায় গাছের সাথে রশি বেধে মোটর সাইকেল ছিনতাই কালে গ্রামবাসীদের হাতে আটক হন আড়পাড়া গ্রামের সজিব আহম্মেদ (১৬), মিলিক বাঘা গ্রামের রবিউল ইসলাম (১৭) এবং চকআমোদপুর গ্রামের মিজানুর রহমান (১৮)। এরা তিনজন পরস্পর খালাতো ও ফুপাতো ভাই বলে জানা গেছে।

অপর দিকে সন্ধ্যায় উপজেলার আলাইপুর গাবতলী পাড়ায় মাদক ব্যবসার সাথে জড়িত জবির আলীর স্ত্রী শেফালী বেগমকে (৪৫) তার ঘর তল্লাশী করে ৬০ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃতদের নামে পৃথক মামলা দিয়ে গতকাল সোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/অ