সোমবার , ৮ জুন ২০২০ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Paris
জুন ৮, ২০২০ ৬:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় অজ্ঞাত (২৩) নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাঘা পৌরসভার পূর্ব-দক্ষিণে গৌর জুয়েলার্সের পেছনে দিপক কুমারের পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে এই ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।


জানা যায়, তার পরনে গোলাপি রঙ্গের জামা ও পায়জানা ছিল। ছিপছিপি গড়ন। পায়ে কোন স্যান্ডেল ছিল না। গায়ের রঙ শ্যামলা, লম্বা প্রায় সাড়ে ৪ ফুট। ওই নারী গলায় একটি সাধারণ দঁড়ি দিয়ে ঝুলিয়ে আছে। এগুলো দেখে স্থানীয়রা ধারণা করেন তাকে হত্যা করে বাঘা পৌরসভার পূর্ব-দক্ষিণে গৌর জুয়েলার্সের পেছনে দিলিপ কুমারের ছেলে দিপক কুমারের পরিত্যক্ত বাড়ির বারান্দায় ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। 

এ বিষয়ে বাড়ি মালিক দিপক কুমার বলেন, আমি পৌরসভার একজন মাষ্টার রোলের কর্মচারী। আমি পৌরসভার একটি কক্ষে থাকি। তবে কোন কোন সময়ে আমার পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানে কিছু জামা কাপড় রাখা আছে। প্রয়োজনে সেগুলো নিতে যায়।

তিনি জানান, স্থানীয় আবদুর জব্বার আলী নামের এক ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি একটি লাশ ঝুলছে। পরে পুলিশকে জানালে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে একটি ইউডি মামলা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মেডিকেলে প্রেরেণ করা হবে। এই রিপোট না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর