বাঘায় পদ্মাপাড় পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, হাজারো মানুষের ঢল


বাঘা (রাজশাহ) প্রতিনিধি:

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পদ্মা নদীর পাড় পরিদর্শনে সময়ে হাজারো মানুষের ঢল নামে। সোমবার (৯ মে) সকাল ১০টায় বাঘা উপজেলার আলাইপুর পদ্মা নদীর ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ পরিদর্শনে আসলে এমন ঘটনা ঘটে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই এলাকায় প্রতি বছর কম বেশী বন্যা হয়। ফলে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনের কারনে আতঙ্কে রাত কাটে নদীর পাড় এলাকার মানুষের। তাদের কথা ভেবে চারঘাট উপজেলার ইউসুফপুর থেকে বাঘার গোকুলপুর পর্যন্ত ১২ কিলোমিটার ৭২০ কোটি টাকা ব্যায়ে ব্লক স্থাপন ও নদী ড্রেজিং এর জন্য প্রকল্প অনুমোদন হয়। এই প্রকল্পের ১৯টি প্যাকেজে কাজ চলছে। এরমধ্যে ১১টি প্রটেকশন ব্লকরও ৮টি নদী ড্রেজিং প্যাকেজ। এই প্রকল্পের কাজ পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক, উপসহকারি প্রকৌশলী মাহাবুব রাসেল, বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা পৌর আ’লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার প্রমুখ।

এ সময় স্থানীয়রা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পদ্মার মধ্যে চাকরাজাপুর নদী এলাকায় সিডিএসপি প্রকল্প বাস্তবায়ন জন্য আরো ৪৫০ কোটি টাকা বরাদ্দের দাবি জানান।

এএইচ/এস